সাইফ উল্লাহ::
বাংলাদেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ও চ্যানেল পল্লী টিভির (ঐউ) সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মো. শাহীন আলম। মঙ্গলবার ২৫ জুন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ও চ্যানেল পল্লী টিভির কার্যালয় থেকে সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান,বার্তা সম্পাদক মো. কাজল হায়দার, সাংবাদিক মো. রুহুল আমিন ও চ্যানেল পল্লী টিভির মো. এনামুল হক তিনি আইডি কার্ডসহ প্রয়োজনীয় কাগজ পত্র তুলে দেন।
সাংবাদিক মো. শাহীন আলম দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত আছেন। মো. শাহীন আলম এর সামনের পথ চলা আরও সুন্দর হবে ও দায়িত্বশীল হয়ে সংবাদ পরিবেশন করবেন এই প্রত্যাশা ব্যক্ত করেছি।