তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিনাশুল্কে নিয়ে আসা বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও চোরাই কয়লাসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল জব্দ করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
বৃহস্পতিবার জব্দ তালিকা শেষে এসব ভারতীয় মালামাল সুনামগঞ্জ শুল্ক কর্মকর্তার কার্যালয়ে জমা দেয়া হয়েছে। ব্যাটালিয়ন হেডকোয়ার্টাসের মিডিয়া সেল জানায়, তাহিরপুরের চারাগাঁও বিওপির বিজিবির টহল দল বুধবার রাতে সীমান্তের লালঘাট এলাকা থেকে বিনাশুল্কে ভারত থেকে নিয়ে আসা ১০০০ কেজি চোরাই কয়লার চালান আটক করে।
একই রাতে উপজেলার লাউড়েরগড় বিওপির বিজিবি টহল দল অপর এক অভিযানে সীমান্তবর্তী বিন্নাকুলি গ্রাম থেকে ৪৭৬০ প্যাকেট (১ লাখ ১৯ হাজার শলাকা) ভারতীয় নাসির বিড়ি আটক করে।
অপরদিকে সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও বিওপির বিজিবির টহল দল বুধবার মধ্যরাতে শারফিনটিলা নামক এলাকা থেকে ২০বোতল বিদেশিমদ আটক করে।,
বৃহস্পতিবার ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম জানান,জব্দকৃত কয়লা, বিড়ি সুনামগঞ্জ শুল্ক কর্মকর্তার কার্যালয়ে ও মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ে জমা দেয়া হয়।,
এসব জব্দকৃত ভারতীয় চোরাই মালামালের মূল্য প্রায় ২ লাখ ৪৫ হাজার ৩০ টাকা হতে পারে বলে জানান বিজিবি অধিনায়ক।