বিশেষ প্রতিনিধি:
গত বুধবার বরগুনায় প্রকাশ্যে রাজপথে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদী কর্মসূচী পালন করেছে সুনামগঞ্জের সাংস্কৃতিকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে সাংস্কৃতি কর্মীদের প্রতিবাদী আয়োজনে সাধারণ মানুষজনও অংশ নেন। প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারী লোকজন নৃশংস হত্যাকা-ে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন দেওয়ান গিয়াস, সুনামগঞ্জের নাট্যসংগঠন প্রসেনিয়াম থিয়েটারের পরিচালক দেবাশীষ তালুকদার শুভ্র, সাদিকুর রহমান খান রুবেল, বন্ধন থিয়েটারের সভাপতি সামির পল্লব, জাগরণী মুক্ত রোভার স্কাউটের এ আর অমিত, আবুল হাসনাত, সুমন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আমাদের আমজনতার অনুভূতিও ভোতা হয়ে গেছে। প্রকাশ্যে মানুষের সামনে মানুষকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করলেও মানুষের মধ্যে প্রতিক্রিয়া হচ্ছেনা। এমন ঘটনা জাতির জন্য ভয়ানক। দিনকে দিন এভাবে খুনের ঘটনা বাড়লেও খুনিদের কঠিন শাস্তির অভাবেও এ ধরনের হত্যাকা- বাড়ছে। বক্তারা অবিলম্বে খুনিদের দ্রুত গ্রেপ্তার করে তাদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন।