স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে আয়োজনের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা যুবলীগ বর্ধিতসভা করেছে। শুক্রবার দুপুরে প্রেসক্লাবে আয়োজিত বর্ধিতসভায় জেলা, উপজেলা, ইউনিয়ন-পৌরসভাসহ বিভিন্ন এলাকা থেকে যুবলীগ নেতৃবৃন্দ অংশ নেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক খায়রুল হুদা চপলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমদ, সিনিয়র সদস্য কল্লোল তালুকদার চপল, সদস্য রনজিত চৌধুরী রাজন, সবুজ দাস, অ্যডভোকেট আজাদুল ইসলাম রতন, বাপ্পি রায়, নিজাম উদ্দিন, নূরুল ইসলাম বজলু, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক সাহাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এহছান উজ্জামান উজ্জ্বল প্রমুখ।