স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে নদ নদীর পানি কমছে। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল বন্ধ থাকায় পানি কমছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সুরমা নদীর পানি ২০ সে.মিটার কমে রবিবার বিকেলে সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৪৮ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে কোন এলাকা প্লাবিত না হলেও প্লাবিত এলাকাগুলোর রাস্তাঘাটের ক্ষতি হয়েছে।
এদিকে গত শনিবার পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে তাহিরপুর সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর নিচু অংম ডুবে যাওয়ায় জেলার সঙ্গে উপজেলার যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল। শনিবার দুপুর থেকে রবিবার সারাদিন বৃষ্টিপাত না হওয়ায় পানি নেমে গেছে। ফলে আবারও যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক ভূইয়া বলেন, ভারতের মেঘালয়ে বৃষ্টি ও ঢলের কারণে সুনামগঞ্জে পানির চাপ বেড়েছিল। এখন বৃষ্টিপাত বন্ধ থাকায় পানি কমছে। প্লাবিত এলাকাগুলো থেকেও পানি নামছে। পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানান তিনি।