তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুরে কয়লা ডিপো থেকে এক নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে জহুর আলী (৫০)।
শনিবার দুপুরে বড়ছড়া শুল্ক ষ্টেশনের মেসার্স সোহেল এন্টারপ্রাইজ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়ছড়া শুল্ক ষ্টেশনের সোহেল এন্টারপ্রাইজের মালিক মো. জাহের আলীর কয়লার ডিপোতে নৈশ প্রহরী হিসেবে থাকতেন নিহত ব্যাক্তি। তিনি ডিপোতে রাত জেগে কয়লা পাহারা দিতেন। শুক্রবার সন্ধায় নিহত ব্যাক্তিকে ডিপোতে রেখে মালিক চলে যান বাড়ীতে। শনিবার সকালে মালিক ডিপোতে এসে দেখেন অফিস ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে বিষয়টি থানায় জানালে থানার এস আই দ্বীপংকর বিশ্বাস ঘটনাস্থলে এসে ঘরের ধর্ণার সঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার কওে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।