জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর ডাকাতির মামলার এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত
আসামীর নাম ইন্তাজ আলী (৪০)। তিনি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর
ব্রাম্মনগাঁও গ্রামের তৈমুছ আলীর ছেলে।
পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যারাতে গোপন সংবাদের ভিত্তিত্বে
জগন্নাথপুর থানার একদল পুলিশ উপজেলার রসুলগঞ্জ বাজার এলাকা থেকে ডাকাতি
মামলার পলাতক আসামী ইন্তাজ আলীকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধবপুর গ্রামে ইন্তাজ
মিয়ার বাড়িতে গত এপ্রিল মাসে সংগঠিত ডাকাতির ঘটনায় জগন্নাথপুর থানায়
দায়েরকৃত মামলা হয়। এ মামলায় তিনি ১১ নম্বর আসামী।
অভিযানে নেতৃত্বদানকারী জগন্নাথপুর থানার এসআই অনুজ দাস বলেন, গ্রেপ্তারকৃত ডাকাতকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।