স্টাফ রিপোর্টার, দক্ষিণ সুনামগঞ্জ
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, জাতির জনক বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। কিছু কুলাঙ্গার তাকে সপরিবারে হত্যা করে উন্নত রাষ্ট্রগঠনের প্রক্রিয়া থামিয়ে দিয়েছিল। এখন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা তাঁর এই অসমাপ্ত কাজ সমাপ্ত করার কাজ করছি। তিনি দেশের সকল নাগরিকদের ভেধাভেদ ভুলে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক সমাজ-উন্নয়ন দর্শনেই আমাদের এগিয়ে যেতে হবে।
রবিবার সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে, উপজেলার জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ২ দিন ব্যাপী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে দেশ গড়ার কারিগর হিসাবে গড়ে তুলতে হবে। লেখা-পড়ার পাশা-পাশি খেলাধুলাও করতে হবে প্রতি শিক্ষার্থীকে। সেই সাথে তাদের মধ্যে দেশ প্রেম জাগ্রত করতে হবে।
সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রহমানের সভাপতিত্বে, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ চক্রবর্তীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আতাউর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচিন্দ্র চন্দ্র সরকার, ইয়াকুব আলী কামরূপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মানিক লাল চক্রবর্তী, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমা চক্রবর্তী, গাজীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব রায় সহ প্রমূখ।
খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ এ থলেরবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হয় ও রানার্সআপ হয় ঘুড়াডুম্ভুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল।
চ্যাম্পিয়ান দল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ এ চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রার্নাস আপ হয় রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল।
সভায় চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের ক্ষুদে খেলোয়াদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি সহ অতিথিবৃন্দরা।