দিরাই প্রতিনিধি::
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দিরাইয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার দুপুর ১২ টায় দিরাই সরকারী কলেজ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি অনুষ্টিত হয়। কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে মিছিলটি দিরাই বাজার প্রদক্ষিন শেষে উপজেলা সংলগ্ন জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরীর বাস ভবনের সামনে সমাবেশে মিলিত হয়। দিরাই সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহফুজের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জুবায়েরআহমেদ এর পরিচালনায় সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, দিরাই-শাল্লা আসনের সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশ একটি কারাগার হয়ে গেছে। দেশব্যাপী চলছে অরাজকতা। ধর্ষন ঘোষ দুর্ণীতির মহোৎসব শুরু হয়েছে। সরকারী দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ আজ জঙ্গি সংগঠনে রুপান্তরিত হয়েছে। কলেজ বিশ^ বিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ নামক সংগঠনটি এক আতঙ্কের নাম। আজকে যারা ছাত্র আগামীদিনে তারাই দেশের নেতৃত্ব দেবে। দেশ প্রেমিক সকল শিক্ষার্থীকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে ছাত্রদলের পতাকাতলে শামিল হয়ে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। এতে আরোও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক টিএম ফখরুল, সাংগঠনিক সম্পাদক এসএম সায়েম, উপজেলা ছাত্রদল নেতা এস আর সোহাগ, নুর আলম, সালমান হোসাইন, আনসার মিয়া, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাহেদ মিয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন , যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব, ছাত্রদলনেতা মাহবুব, লিমন মিয়া, মিনহাজ খোকন, ইমরান, শরীফ প্রমুখ। বিক্ষোভ মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিসহ দিরাই সরকারী কলেজে একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদেও অভিনন্দন জানিয়ে ছাত্রদলের পতাকাতলে মিলিত হওয়ার আহবান জানানো হয়।