বিশেষ প্রতিনিধি::
গত তিন দিনের বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুর-বিশ্বম্ভরপুর সড়ক তলিয়ে গেছে। অনেকটা ডুবন্ত (সাবমারজিবল) টাইপের এই সড়কটি পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত হলেই বর্ষা মওসুমে সাময়িক তলিয়ে যায়। এবারও শক্তিয়ারখলা থেকে আনোয়ারপুর পর্যন্ত বৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে। এছাড়াও একই উপজেলার বাদাঘাট সোহালা সড়কও ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে জেলা সদরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সাময়িক বন্ধ রয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারতের মেঘালয়ে প্রচুর বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল ও বৃষ্টি অব্যাহত রয়েছে ভাটির জনপদ সুনামগঞ্জে। গত তিন দিনের বর্ষণ ও ঢল অব্যাহত রয়েছে। রেকর্ড বৃষ্টিপাতে সুরমা, যাদুকাটা, সোমেশ্বরী, খাসিয়ামারা, চেলাসহ বিভিন্ন সীমান্ত নদ নদীর পানি বাড়ছে। প্রধান নদী সুরমার পানি মঙ্গলবার ৬টায় সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার ১৬ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে নি¤œাঞ্চলসহ বিভিন্ন স্থাপনা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় ১৭৫ মি.মি. রেকর্ড বৃষ্টিপাত হয়েছে।
এদিকে ঢল ও বৃষ্টির পানিতে তাহিরপুর উপজেলার প্রধান সড়ক আনোয়ারপুর-শক্তিয়ারখলা পর্যন্ত ডুবে গেছে। এই উপজেলার বাদাঘাট সোহালা সড়ক ভেঙ্গে গেছে। ফলে এই উপজেলার সঙ্গে জেলা সদরের যোগাযোগ বন্ধ রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক ভূইয়া বলেন, প্রবল বৃষ্টিপাত হচ্ছে। রেকর্ড বৃষ্টিপাতে নদ নদীর পানি বাড়ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে নি¤œাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।