দিরাই প্রতিনিধি:: সুনামগঞ্জের দিরাইয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিরাই থানা কমপ্লেক্সের স্বপ্নরাজ হলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রিতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, সহকারী পুলিশ সুপার হাবিবুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক এয়ার মিয়া, প্রেসক্লাব সদস্য সচিব জিয়াউর রহমান লিটন, প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, কাউন্সিলর সোয়েল চৌধুরী, সবুজ মিয়া, সুব্রত পুরকায়স্থ সিতু, হিন্দু ঐক্য পরিষদের সভাপতি সুরঞ্জন রায়, সাধারণ সম্পাদক প্রেমতুষ নাগ, শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী, সাংবাদিক আবু হানিফ চৌধুরী, প্রশান্ত সাগর দাস প্রমুখ।