সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত ১৭ জন নবীন নারী ও পুরুষ পুলিশ সদস্যদের কে সংবর্ধনা প্রদান করেছে জামালগঞ্জ থানা পুলিশ। বুধবার দুপুর ১২টায় জামালগঞ্জ থানা পুলিশের আয়োজনে পুলিশের কনফারেন্স রুমে এ সংবর্ধনা প্রদান উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলমের সভাপতিত্বে ও এস আই সাইফুল্লাহ আখন্দ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, এস আই আঃ রাজ্জাক, এ এস আই তরিকুল ইসলাম, কনস্টেবল নির্জলা, সাংবাদিক শাহীন আলম, সাইফ উল্লাহ, ওয়ালী উল্লাহ সরকার, আব্দুল আহাদ, অঞ্জন পুরকায়স্থ, তৌহিদ চৌঃ প্রদীপ, আকবর হোসেন, বাদল কৃষ্ণ দাস, বাপ্পী বর্মণ ও নেহার দেবনাথ প্রমুখ।
ওসি সাইফুল আলম বলেন, সততা ও আন্তরিকতার কারণেই সম্প্রতি এই উপজেলায় বিভিন্ন স্তরের অসহায় ও গরীব পরিবারের অনেক সন্তানরা বিনা টাকায় মাত্র একশত টাকায় তাদের যোগ্যতা ও মেধার ভিত্তিতে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন। পরে নিয়োগ প্রাপ্ত সংবর্ধিত সকল কনস্টেবল সদস্যদের মিষ্টি মুখ করানো হয় এবং তাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।