স্টাফ রিপোর্টার::
পাহাড়ি ঢল ও বর্ষণে সুনামগঞ্জের ৫টি উপজেলার ১০টি প্রাথমিক বিদ্যালয়ে পানি ডুকে গেছে। ফলে বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। বুধবার এসব বিদ্যালয়ে ক্লাস হয়নি। এছাড়াও জেলার অন্তত শতাধিক বিদ্যালয়ের আঙ্গিনা, ও বিদ্যালয়ে আসার রাস্তাঘাট ডুবে যাওয়ায় শিক্ষার্থীদের স্কুলে পাঠাচ্ছেন না অভিভাবকরা।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান বলেন, ধর্মপাশায় ৫টি, তাহিরপুরে ২টি, বিশ্বম্ভরপুরে ২টি এবং সদর উপজেলার ১টি প্রাথমিক বিদ্যালয়ে পানি প্রবেশ করেছে। এয়াড়াও আরো একাধিক প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনা ও রাস্তাঘাট ডুবে গেছে। শিক্ষকরা দুর্ভোগ পেরিয়ে স্কুলে গেলেও ভয়ে অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না।