স্টাফ রিপোর্টার::
পাহাড়ি ঢল ও বর্ষণে সুরমা নদীর পানি বিপজ্জনকভাবে বাড়ছে। সুনামগঞ্জ পয়েন্টে সন্ধ্যায় বিপদসীমার ৯৮ সে.মিটার ওপর দিয়ে প্রবাহিত হয়ে ৮.১৮ সে.মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় ১৬৮ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢল ও বর্ষণ অব্যাহত থাকলে বড় বন্যার আশঙ্কা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক ভূইয়া বলেছেন, মেঘালয়ে ঢল ও বৃষ্টি হচ্ছে। ভাটির জনপদ হিসেবে সুনামগঞ্জে দ্রুত গতিতে সেই পানি নেমে বন্যার আশঙ্কা সৃষ্টি করেছে। জেলা শহরসহ গুরুত্বপূর্ণ এলাকা প্লাবিত হয়েছে। যেভাবে পানি বাড়ছে সেভাবে বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যার সৃষ্টি হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম বলেছেন, সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দোয়ারাবাজার, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি আছেন। তাদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। বন্যার আশঙ্কায় আমার মন্ত্রণালয়কে ত্রাণের জন্য আবেদন করেছি।