বিশেষ প্রতিনিধি::
গত চারদিনের পাহাড়ি ঢল ও বর্ষণে জেলার ১৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫০টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে। ফলে গত দুদিন ধরে এসব প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানে পানি প্রবেশ না করলেও হাওর এলাকার বেশিরভাগ ও নি¤œামঞ্চলের প্রতিষ্ঠারগুলোর প্রাঙ্গন ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। যে কারণে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠাচ্ছেন না অভিভাবকরা। রাস্তাঘাট ডুবে যাওয়ায় শিক্ষকরাও প্রতিষ্ঠানে পৌছতে পারছেন না।
তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, তাহিরপুরের অন্তত ৫০টি বিদ্যালয়ে পানি প্রবেশ করেছে। বাকিগুলোও প্লাবিত হওয়ার পথে। দুর্ঘটনার আশঙ্কায় অভিভাবকরা সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না। দুর্গত এলাকার শিক্ষকরাও স্কুলে পৌছতে পারছেন না। তিনি বলেন, এখন স্কুলগুলো বন্ধ দেওয়াই উচিত। নাহলে দুর্ঘটনা বাড়তে পারে।