স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। ছয় উপজেলার পর এবার আরো ৫টি উপজেলার নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে। সরকারি হিসেবে গত ৫ দিনের ঢল ও বর্ষণে ১ লাখ ৩০ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। সরকারিভাবে এখনো কোন আশ্রয় কেন্দ্র খোলা না হলেও অনেক পরিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর আশ্রয় কেন্দ্রে এসেছে।
নতুন করে শাল্লা, দিরাই, জগন্নাথপুর, ছাতক ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার ঘরবাড়ি, হাটবাজার, রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত হওয়ায় দুর্ভোগ বাড়ছে মানুষের। বন্যাক্রান্ত লোকজন ত্রাণ সহযোগিতা কামনা করেছেন।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৭৮ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ৭৭ মি.মি.।