1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন

জামালগঞ্জে উপজেলা চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ জুলাই, ২০১৯, ২.৩৪ পিএম
  • ১৫০ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান গণের দায়িত্ব গ্রহণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। সোমবার সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, বিশেষ অতিথি উপজেলার নবাগত ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল, ধর্মপাশা উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. ওবাদুর রহমান, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, জামালগঞ্জ উপজেলা প্রকৌশলী আব্দুস সাত্তার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর রায় চৌধুরী, জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল আলম সহ সরকারী কর্মকর্তা কর্মচারী, ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ।
এমপি রতন বলেন, সততার সাথে উপজেলার দায়িত্ব পালন করতে হবে। সকল সেবার শ্রেষ্ট সেবা, জন সেবা, তাই জনগণকে ভালবাসতে হবে,মুল্যায়ণ করতে হবে। তিনি আরও বলেন, সরকারি জমিতে রাস্তার পাশে দখলদারকে উচ্ছেদ করতে হবে। আসুন বিশ্ব নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গ বন্ধুর সোনার বাংলা গড়তে আমরা ঐক্যবদ্ধ হই।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!