হাওর ডেস্ক ::
আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে সারাদেশে সড়ক ও মহাসড়কের পাশে পশুর হাট বসানোর অনুমতি না দিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৭ জুলাই) সকালে সচিবালয়ে ডিসিদের সঙ্গে এক বৈঠক শেষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। দেশে চলমান মেগা প্রকল্পসহ অন্যান্য প্রকল্পে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে কোনো সমস্যার উদ্ভব হয়ে থাকলে তা দ্রুত সমাধান করার জন্যও ডিসিদের নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান তিনি। ডেইলি স্টার