স্টাফ রিপোর্টার::
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেইসবুকে কটুক্তি করায় এবং প্রধানমন্ত্রীর ব্যঙ্গাত্ব ছবি পোষ্ট করায় সুনামগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সদর জোনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় জাতীয় যুব শ্রমিক লীগের সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক একে মিলন আহমদ বাদি হয়ে ফেইসবুকে কটুক্তিকারী বিএনপি জামায়াতের সক্রিয় নেতাকর্মী জেলার ছাতক উপজেলার ভূইগাঁও গ্রামের আব্দুল মছব্বিরের ছেলে রুহেল মিয়া (৩২), গণিপুরের কয়ছর মিয়ার ছেলে কাজি ফয়সল আহমদ (৩৮), বাউর গ্রামের মুজিবুরের ছেলে মোঃ আমিনুর রহমান, বাউরকাপন গ্রামের মৃত খুরশিদ মিয়ার ছেলে দিলোয়ার হোসেন (৩৩), শ্রীপুর গ্রামের শামসুদ্দিন মিয়ার ছেলে ফয়সল আহমদ (৩০), মোঃ আলাউদ্দিন (৪৩) পিতা অজ্ঞাত এই ৬জনকে আসামি করে এ মামলাটি দায়ের করা হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা যায় গত ১১ই ফেব্রুয়ারী আসামী আমিনুর রহমানের ফেইসবুক ওয়ালের সোস্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিকে বিকৃত করে এবং কটুক্তি করা হয়। পরবর্তীতে অপর আসামী ফয়সল মিয়া গত ১৬ এপ্রিল হতে ১৯ শে এপ্রিল পর্যন্ত তার ফেইসবুক আইডিতে একইভাবে ছবি ব্যঙ্গ করে কটুক্তি প্রদান করে। পরবর্তীতে আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সদর জোনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসেন মামলাটি আমলে নিয়ে সদর থানা পুলিশকে আইননানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়েছে।