সাইফ উল্লাহ::
জামালগঞ্জের পাকনার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে হাওরে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে শান্তিপুর গ্রামের রানু মিয়া (৪০) ও তার ছেলে সুমন মিয়া (১১) মারা যান। এ ঘটনার নিহতের পরিবারে শোকের মাতম চলছে।
জানা যায়, বজ্রাঘাতে মৃত্যুর পর তাদের মরদেহ নৌকাতেই পড়ে ছিল। এসময় হাওরে মাছ ধরতে থাকা অন্যান্য জেলেরা নৌকায় মানুষ নেই দেখেতে না পেয়ে নৌকা থেকে তাদের লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের লাশ বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা। প্রশাসনের পক্ষ থেকে বজ্রাঘাতে নিহতদের সহযোগিতা করা হবে।