স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, নোয়াগাঁও গ্রামের মৃত দিদার আলীর ছেলে মোঃ ইসহাক আলী (৪০), কলাইয়া গ্রামের মৃত সুনীল পালের ছেলে বিদ্যুুৎ পাল(৩৩) একই গ্রামের মৃৃত কমর আলীর ছেলে আলী হোসেন (৩৯)।
শুক্রবার ভোর রাতে গোয়েন্দা পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করে গাঁজাসহ আসামিদের আটক করে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে বলে জানান গোয়েন্দা (ডিবি) পুলিশের মিডিয়া উইয়িং এর এসআই মোঃ আমিনুল ইসলাম।