স্টাফ রিপোর্টার ::
শাল্লায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে রোববার (২১ জুলাই) রাতে হবিবপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের হুমায়ুন কবিরের বখাটে ছেলে সোহেল মিয়া (২৫)কে আসামি করে শাল্লা থানায় মামলা দায়ের করেছেন মেয়েটির পিতা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গত শুক্রবার (১৯ জুলাই) দুপুরে স্থানীয় মাদরাসার নলকূপ থেকে ওই ছাত্রী পানি আনতে গেলে বখাটে সোহেল মিয়া তাকে মাদরাসার একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বখাটে সোহেল পালিয়ে যায়।
এদিকে ঘটনাটি বখাটের পরিবার ও স্থানীয় মাতব্বররা ধামাচাপার চেষ্টা করে। তবে ভিকটিমের পিতা স্থানীয় মাতব্বরদের রক্তচক্ষু উপেক্ষা করে গত ২১ জুলাই শাল্লা থানায় মামলা দায়ের করেন। পরবর্তিতে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
শাল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, মেয়েটির পিতা মামলা দায়ের করেছেন। আসামি সোহেল মিয়া পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।