শামছুল আলম আখন্জী, তাহিরপুর :
তাহিরপুরে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে এতিমখানায় নৌকা দান করা হয়েছে। উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে সীমান্ত এলাকার লাকমা মহিলা মাদ্রাসাকে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক ১টি নৌকা দান করেছেন। ২৬ জুলাই শুক্রবার দুপুরে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাকসুদুল আলম বালিয়াঘাট বিওপির দায়িত্বপূর্ন এলাকার লাকমা মহিলা মাদ্রাসা ও এতিম খানার প্রিন্সিপাল মাওলানা মো: সুলতান মিয়ার হাতে এ নৌকাটি তুলেদেন।
এ সময় উপস্তিত ছিলেন স্থানীয় জনপ্রতিনি শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ।