স্টাফ রিপোর্টার::
আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার
পক্ষে জাতীয় শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট সকল শহিদদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলোর মিছিল অনুষ্টিত হয়েছে। শুক্রবার রাতে সুনামগঞ্জ শহরে আলোর মিছিল দিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে পথসভা করেন নেতৃবৃন্দ। এ সময় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাসির রায় কার্যকর করার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার নবগঠিত উপদেষ্টা কমিটির সম্মানিত উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সভাপতি শিবলু আহমদ চৌধুরী, সাধারণ সস্পাদক নাজমুল হক প্রমুখ।