স্টাফ রিপোর্টার::
ডেঙ্গু প্রতিরোধে জেলা আইনজীবী সমতির উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। রবিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতি ভবনের সামনে থেকে আশপাশের বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনার পরিষ্কার করে মশা নিরোধ স্প্রে ছিটান কর্তৃপক্ষ। এ সময় আইনজীবীরা ভবনের আশপাশে জমে থাকা পানি পরিষ্কারসহ এডিস মশা থেকে সচেতন থাকার আহবান জানান।
পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু, এডভোকেট মতিউর রহমান পীর, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকট চান মিয়া, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম প্রমুখ।