বাংলার স্বাধীনতায় আমারও
আছে কিছু অবদান
শারিরীক মানসিক নির্যাতনে
পেলাম বীরাঙ্গনা উপাধি নাম।
পিতা আমায় অস্বীকার করলেন
স্বামী দিলেন তিন তালাক
এমন বীরাঙ্গনা আমি একা নয় গো
এ বাংলায় আছে লাখে লাখ।
আমার সোনার বাংলা আমি
তোমায় ভালোবাসি
প্রানের চেয়ে প্রিয় মাগো তাই
বড় বেশি ভালোবাসি।
এমন গানটি যখন শুনি বাঁচার শক্তি পাই
বীরাঙ্গনা হয়েও আমি বাংলাতেই বাঁচতে চাই।
আত্মহত্যা করিনি আমি
শত অপমান আর লজ্জায়
বাংলার পিতা বঙ্গবন্ধুর একটি মাত্র কথায়।
অনেক বীরাঙ্গনা আমার সঙ্গী
গলায় দিয়েছেন ফাঁসি
এ খবর শুনে বঙ্গবন্ধু কেঁদে যান
নয়ন জলে বুক ভাসি
কেঁদে কেঁদেই ঘোষণা দিলেন
বীরঙ্গনার নির্যাতিতদের তরে
বীরাঙ্গনারা পিতৃ পরিচয় দাও
মুজিব নামকরণ করে।
মুজিব তুমি অমর হয়ে থেকো
পৃথিবীর মানচিত্রের বুকে
বীরাঙ্গনারা আজও দেয় পরিচয়
জন্ম পিতা তোমাকে।