স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় রমিজবিপণিস্থ আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমদ।
সভায় সর্বসম্মতিক্রমে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সকালে শোকব্যাজ ধারণ করে দলীয় পতাকা উত্তোলন, জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ মিনারে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পন এবং দুপুরে শহিদ আবুল হোসেন মিলনায়তনে রক্তদান কর্মসূচি নেওয়া হয়েছে।
প্রস্তুতিসভায় বক্তব্য দেন জেলা যুবলীগ সদস্য সবুজ কান্তি দাস, নূরুল ইসলাম বজলু, আজাদুল ইসলাম রতন, শীতেষ তালুকদার মঞ্জু, এডভোকেট কল্লোল তালুকদার চপল, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উকিল, গিয়াস উদ্দিন প্রমুখ।