দিরাই প্রতিনিধি::
দিরাইয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাজ্যভিত্তিক সামাজিক সেবামূলক সংগঠন “#দিরাই থানা ডেভলাপমেন্ট অর্গানাইজেশন ইউকের জেনারেল সেক্রেটারী বিপ্লব সরদার। শনিবার স্থানীয় একটি রেষ্টুরেন্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত মতবিনিময়ে উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সহসভাপতি সোয়েব আহমদ, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, নির্বাহী সদস্য ইমরান হোসাইন, সদস্য শাহজাহান মাহমুদ হেলাল, আবুল হোসাইন। উপস্থিত ছিলেন অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হিল্লোল পুরককায়স্থ, নির্বাহী সদস্য রুকনুজ্জামান জহুরী প্রমুখ। সভায় বিপ্লব সর্দার জানান, দিরাই থানা ডেভলাপমেন্ট অর্গানাইজেশন ইউকে’র উদ্যোগে দিরাই উপজেলাধীন বিভিন্ন বিদ্যালয় থেকে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা ও বৃত্তি পদান করা হবে এবং প্রতিটি বিদ্যালয় থেকে ৩জন করে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দেয়া হবে। অনুষ্ঠান সফলভাবে সম্পন্নের লক্ষ্যে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করেন তিনি।