হাওর ডেস্ক::
বিক্রি করতে না পেরে দিরাইয়ের পৌর সদরের ঐতিহ্যবাহী চান্দিপুর (চন্ডিপুর) ইসলামিয়া মাদরাসা কর্তৃপক্ষও ১৭৩ টি সংগ্রহিত চামড়া হাওরে ফেলে দিয়েছে। চামড়াগুলো মাদ্রাসার এতিমখানার জন্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করে নৌকা ভাড়া করে পার্শবর্তী কিশোরগঞ্জ পাঠানো হয়েছিল। সেখানেও ক্রেতা পাওয়া যায়নি। দুর্গন্ধ ছড়ানোয় ফেরার পথে মিঠামইন হাওরে সবগুলো চামড়া ফেলে দেন কর্তৃপক্ষ।
মাদরাসার পরিচালক মাওলানা নুর উদ্দিন বলেন, আমরা আলোচনা করে প্রতিটি চামড়া ১৭০ টাকা দর নির্ধারণ করে কিশোরগঞ্জ পাঠিয়েছিলাম। সেখানে যাওয়ার পর তারাও কিনতে চায়নি। শেষ পর্যৗল্প হাওরেই ফেলে দেওয়া হয়েছে আমাদের সংগৃহিত চামড়াগুলো।