তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৭ লিটার দেশীয় চোলাই মদ সহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।
বুধবার সন্ধ্যয় তাহিরপুর থানার এস আই হুমায়ুন কবির এর নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের মুচি বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী ছানা রবি দাসকে ১২ লিটার চোলাই মদ ও ভজন রবি দাসের ঘর থেকে ৫ লিটার চোলাই মদ জব্দ করে তাদেরকে আটক করা হয়।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো.আতিকুর রহমান,২ মাদক ব্যাবসায়ীকে আটকের বিষয় নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে কোন ছাড় নয়। তাহিরপুর উপজেলাকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান সবসময় অব্যাহত থাকবে। সেই সাথে কোন মাদক ব্যাবসায়ী যদি মাদক ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসতে চায় তাহলে তাদেরকে পুনর্বাসন করার ব্যাবস্থা করা হবে।