হাওর ডেস্ক::
বালাগঞ্জ সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
১৫ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১ টায় শোক র্যালিতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে কবিতা আবৃত্তি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক প্রণয় কুমার পালের সভাপতিত্বে ও প্রভাষক অহী আলম মোহাম্মদ রেজার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী।
এ সময় তিনি বলেন একজন মানুষের স্বপ্ন ছিল একটি স্বাধীন বাংলাদেশ। সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শিশুকাল থেকে তিনি অন্যায়ের প্রতিবাদী ছিলেন। মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন সর্বদা। বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষার্থীদের শিক্ষা নিতে হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনÑঅধ্যাপক পার্থ সারথী চৌধূরী, অধ্যাপক ফয়জুল ইসলাম, অধ্যাপক কৃষ্ণা দেব। শিক্ষার্থীদের মধ্যে কামরুল ইসলাম, রাশেদ আহমদ, শিহাবুল আলম, আহমদ কবির।
উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল জলিল, অধ্যাপক অমিতা রানী দাস, অধ্যাপক আছলম আলী, প্রভাষক বিজয় কৃষ্ণ দেব, বিধান শিকদার, সঞ্জিব কান্তি ধর, তজম্মুল আলী, বুলবুল আহমদ প্রমুখ।
পরে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।