নিজস্ব প্রতিবেদক :
বিভক্ত হয়ে শোক দিবসের কর্মসূচি পালন করেছে দিরাই সরকারি কলেজের শিক্ষকবৃন্দ। সকালে উপজেলা প্রশাসনের র্যালিতে অংশ নেয়ার পর কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষকে বাদ দিয়ে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় কলেজের সহকারি অধ্যাপক ধীমান কীর্ত্তনিয়ার সভাপতিত্বে ও প্রভাষক রফিকুল ইসলামের সঞ্চালনায় ‘বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতি’ বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের সহকারি অধ্যাপক আ ন ম শোয়েব চৌধুরী, প্রভাষক ভাস্কর রায়, শফিকুল ইসলাম, সন্দীপন রায়, অঞ্জন দাস, মীনা বৈষ্ণব, জাহিদুল ইসলাম।
অপরদিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার দাস বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধানিবেদন করেন। এ সময় কলেজের একজন শিক্ষক সাথে ছিলেন বলে জানা যায়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার দাস বলেন,কলেজের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া কলেজের উদ্যোগে কোন কর্মসূচি ছিল না। সরকারিভাবে উপজেলা প্রশাসনের যাবতীয় আয়োজনে অংশ নেয়ার জন্য নির্দেশনা ছিলো। এব্যাপারে প্রত্যেককে জানানো হয়েছে। আমরা স্বতস্পুর্তভাবে সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। কলেজ প্রাঙ্গনে আলোচনা সভার বিষয়ে তিনি বলেন, এটি তাদের ব্যক্তিগত আলোচনা হতে পারে।