স্টাফ রিপোর্টার:;
স্বাধীনতার মহান স্থপতি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সুনামগঞ্জ এবং মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন সুনামগঞ্জের যৌথ উদ্যোগে শহরের হাছন নগর এলাকায় অবস্থিত সরকারি শিশু পরিবারে ( বালিকায়) বঙ্গবন্ধুর জীবনীর উপর ডকুমেন্টরি প্রদর্শন ও কিশোরিদের হেলথ চেকআপ ও বয়ঃসন্ধিকালীন কিশোরীদের স্বাস্থ্য সম্পর্কিত কাউন্সিলিং প্রোগ্রাম অনুষ্টিত হয়েছে। বৃহষ্পতিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত বিএমএ কর্তপক্ষ ব্যাতিক্রমী এ আায়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সুনামগঞ্জের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিন আহমেদ। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিএমএর সাধারণ সম্পাদক ডা. এম নুরুল ইসলাম, সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.মো: রফিকুল ইসলাম, সরকারি শিশু পরিবারের ভারপ্রাপ্ত পরিচালক তসলিমা আক্তার, ডা.কনিজ রব্বানী রহমান কথা, ডা.ফারজানা শারমীন প্রমুখ।
সুনামগঞ্জ বিএমএর সাংগঠনিক সম্পাদক ডা. সৈকত দাস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানটিতে সুনামগঞ্জ মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের সদস্য ফারজানা এ্যামি, পূর্বরাগ চক্রবর্তী, হৃদয় চৌধুরি, বিজিত তালুকদার,মুয়াজ্জাজুর মুয়াজ,কাবেরি সাহা বৃষ্টি, ফারজানা মীম উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা শিশুদের কাছে বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরেন।
মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের নারী চিকিতৎসকরা এতিমখানার বঞ্চিত ও েঅসহায় কিশোরিদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য কাউন্সিলিং করেন। অনুষ্ঠান শেষে কিশোরিদের মধ্যে আগামী ৬ মাসের জন্য প্রয়োজনীয় নিরাপদ স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন তারা।