স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা কৃষক লীগ।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ডিএস রোডের আব্দুল মজিদ প্লাজায় জেলা কৃষক লীগের দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব বিন্দু তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
আলোচনায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইশতিয়াক আহমদ শামীম, জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাড. নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. হাসান মাহবুব সাদী, জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক জুনেদ আহমদ, সদস্য তাহের উদ্দিন, সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মুহিবুর রহমান মুহিব, সদস্য মেহেদী হাসান লিটন, পৌর কৃষক লীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, জেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।
আলোচনা সভার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল হক মফিজ।