দিরাই প্রতিনিধি::
দিরাইয়ে তুচ্ছ বিষয় নিয়ে মহিলাদের ঝগড়াকে কেন্দ্র করে দুপক্ষের মাটামারির ঘটনায় বৃদ্ধ সমছু মিয়া (৬৩) খুন হয়েছেন। রবিবার বিকেল ৫ টার দিকে উপজেলার জগদল ইউনিয়নের নারাইন কুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনা নিয়ে নিহত সমছু মিয়ার স্ত্রী কাছাই বিবি ও প্রতিবেশী সুমি বেগমের মধ্যে বাকবিতন্ডা হয়। এই নিয়ে গ্রামের কাওছার মিয়া ও সমছু মিয়া হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এসময় কাওছার মিয়ার উপর্যুপরি কিল ঘুষিতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বৃদ্ধ শমছু মিয়া।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল বলেন, সংবাদ পেয়ে ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি, জিজ্ঞাসাবাদের জন্য সুমি বেগমকে থানায় আনা হয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।