স্টাফ রিপোর্টার::
হাওরাঞ্চলের ভাসান পানি আন্দোলনের প্রবক্তা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুযোগ্য সন্তান প্রয়াত কমরেড প্রসুন কান্তি রায়(বরুন রায়) স্বরণে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে সাচনা বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কমরেড বরুন রায় স্মৃতি পরিষদের সভাপতি গোল আহমদের সভাপতিত্বে, সাধারন সম্পাদক আলী আমজাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, কোষাধ্যক্ষ ধঞ্জয় পাল, সংগঠনের সদস্য আবু তাহের, সুস্থির তালুকদার, নুর হোসেন প্রমুখ।
সভায় জানানো হয় ৮ ডিসেম্বর কমরেড প্রসুন কান্তি রায় (বরুন রায়ের) প্রয়ান দিবসে জামালগঞ্জ উপজেলা সদরে স্বরন সভার সিদান্ত সহ মহান বিজয় দিবসে ক্রোড় পত্র প্রকাশের করা হবে।