স্টাফ রিপোর্টার::
একুশে আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ট তারেক-বাবর-মামুন, নিজামীসহ জঙ্গী গং। তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করতে রাষ্ট্রীয় মদদে রাজনৈতিক ইতিাসে এই ঘৃণিত হামলা চালিয়েছিল। এতে অসংখ্যা নেতাকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনাসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। এখনো গ্রেনেডের ভয়াবহতা নিয়ে অসহ্য জীবন কাটাচ্ছেন তারা। বাংলার ইতিহাসের কলঙ্কিত এই অধ্যায়ের সকল কুশিলবদের সর্বোচ্চ শাস্তি অচিরেই কার্যকর করতে হবে।
বুধবা ও দুপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত একুশে আগস্ট গ্রেনেড হামলার নিহত-আহত নেতাকর্মীদের স্মরণসভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু। সভায় দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগ নেতা শিবলু আহমদ চৌধুরী, জহির আলী খান প্রমুখ। সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালামও সংহতি জানিয়ে উপস্থিত হন।