ধর্মপাশা প্রতিনিধি::
ধর্মপাশায় পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের হাসপাতাল সংলগ্ন শয়তানখালী খাল থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই খালে এক বৃদ্ধার লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয় জনগণ। পরে তারা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ সেখান থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করে।
ধর্মপাশা থানার ওসি মো. এজাজুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।