শামছুল আলম আখন্জী:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ভূমি কর্মকর্তা মুসতাসির হাসান পলাশের নেতৃত্বে টাংগুয়ার হাওরে মৎস নিধনকারীরদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এসময় জাল ও নৌকা জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৯:০০সময় টাংগুয়ার হাওর এলাকার রৌয়া, বেরবেরিয়া, লেইচ্ছামারা, তেকুইন্যাসহ কয়েকটি স্থানে কৌশলগত ভাবে অভিযান চালিয়ে ৪টি ইঞ্জিল চালিত ও ২টি হাত চলিত নৌকা ৮ টি ছোট-বড় কোনাজাল জব্দ করেন ম্যাজিস্ট্রেট। মালামালের আনুমানিক মূল্য দুই লক্ষাধিক টাকা।