শাল্লা প্রতিনিধি::
শাল্লায় এই প্রথমবারের মতো সার্বজনীনভাবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালন করা হলো। মঙ্গল শঙ্খধ্বনি, পতাকা উত্তোলন, গীতাপাঠ শেষে মঙ্গল শোভাযাত্রা বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষণ করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক তরুণ কান্তি দাসের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বিধু ভুষণ রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন, শাল্লা থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডঃ দিপু রঞ্জন দাস, গোসাই ভাবকিশোর, পরমানন্দ দাস, বাহাড়া ইউপি চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী প্রমুখ। বিকেলে অনুষ্ঠিত হবে শ্রীমদ্ভাগবতপাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।অনুষ্ঠানে উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাজারো লোকের আগমনে মুখরিত হয়ে উঠে শাল্লা সদর।