স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ইয়াবার চালানসহ মনির হোসেন (২২) নামে এক মাদক ব্যবসায়ি আটক করেছে র্যাব-৯,সিপিসি-৩ ক্যাম্পের টহল দল। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার রাতে আলামতসহ তাকে বিশ্বম্ভরপুর থানায় সোপর্দ করা হয়। সে পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের সীমান্তবর্তী ট্যাকেরঘাটের লাকমা পশ্চিমপাড়ার আবু হানিফার ছেলে।
শুক্রবার রাতে বিশ্বম্ভপুর থানার ডিউটি অফিসার এসআই মো. আলমগীর হোসেন জানান, র্যাব-৯ সিপিসি -৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি টহল দল কোম্পানী কমান্ডার লে. কমান্ডার ফয়সাল আহমদের নেতৃত্বে সীমান্তবর্তী মাছিমপুর এলাকা থেকে শুক্রবার দুপুরে মনিরকে আটক করে।
পরে তার হেফাজত থেকে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় একটি চোরাই মোটরসাইলে জব্দ করা হয়।