স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব আয়ুব বখ্ত জগলুলের একমাত্র ছেলে আসিফ বখ্ত রাদ ‘বঙ্গবন্ধু আইন ছাত্র ও আইনজীবী পরিষদ’ ব্রিটিশ ল’ শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ঢাকাস্থ ব্রিটিশ ল’ শাখার এই প্রতিষ্ঠানে ঐতিহ্যবাহী এই রাজনৈতিক সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন আসিফ বখত রাদ।
আসিফ বখত রাদ স্বনামধন্য এ প্রতিষ্টানের ‘বঙ্গবন্ধু আইন ছাত্র ও আইনজীবী পরিষদ’ এ সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় সুনামগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। আগামীদিনের রাজনৈতিক ও সামাজিক উন্নতি কামনা করে তাঁর পারিবারিক ঐতিহ্যকে লালন করে বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার আহ্বান জানান।
উল্লেখ্য আসিফ বখ রাদ সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনের সঙ্গেও সম্পৃক্ত।