স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাধীন জাহিদপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা উত্তম কুমার দাস মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ২৫ আগস্ট রাত সাড়ে ১১টায় মোটর সাইকেলযোগে ছাতক আসার পথে সিলেট-সুনামগঞ্জ ঘোপাল নামক স্থানে মারা যান তিনি। ২৬ আগস্ট বিকেলে তার মৃতদেহে পুষ্পার্ঘ্য অর্পন করেছেন জেলা প্রশাসক ও প্রশাসনের সংশ্লিষ্টরা। একজন চৌকস ভূমি কর্মকর্তার মর্মান্তিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছে জেলা প্রশাসন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে সুনামগঞ্জ সড়কপথে মোটর সাইকেলযোগে যাওয়ার পথে গোপাল নামক এলাকায় পৌঁছা মাত্র গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহি উত্তম কুমার দাসের মৃত্যু হয়। নিহত উত্তম দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বাসিন্দা। ২০০১ সনে তিনি চাকুরিতে যোগদান করেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর।
এদিকে সোমবার বিকেলে নিহতের মরদেহবাহী গাড়িটি দিরাই উপজেলায় পৌছলে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের নেতৃত্বে জেলা প্রশাসমনের কর্মকর্তাবৃন্দ মরদেহবাহী গাড়িতে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। একজন উদীয়মান ভূমি কর্মকর্তার মৃত্যুতে তারা শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম চৌধুরী, দিরাই উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, দিরাই উপজেলার সহকারি কমিশনার (ভূমি) বিশ্বজিৎ দেব, ছাতক উপজেলার সহকারি কমিশনার (ভূমি) তাপস শীল, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি কাজী শামসুল হুদা সোহেল, সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।