স্টাফ রিপোর্টার, তাহিরপুর::
তাহিরপুর উপজেলা রপল্লীতে মদ খেয়ে মাতলামির দায়ে এক ব্যাক্তিকে ২ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত ব্যাক্তি উপজেলার কামরাবন্দ গ্রামের মৃত আ. মজিদের ছেলে গোলাপ মিয়া (৩৮) ওরফে হুন্ডি গোলাপ। পুলিশ সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে নিজবাড়ী কামড়াবন্দে মদ খেয়ে মাতলামি করছিল গোলা পমিয়া। ঘটনার খবর পেয়ে বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোহাম্মদ আমির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক কওে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসানের কাছে নিয়ে গেলে তিনি তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত কওে বলেছেন, দন্ডপ্রাপ্ত গোলাপকে আজ বুধবার জেল হাজতে প্রেরণকরাহবে।