দিরাই প্রতিনিধি::
দিরাই ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা বিপ্লব সরদারকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে দিরাই উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দিরাই উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী। উপজেলা ছাত্রদলের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়ার পরিচালনায় সংবর্ধনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র হাজী আহমদ মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির উপদেষ্টা রশিদ আহমেদ বাচ্চু, দপ্তর সম্পাদক আবু সাঈদ চৌধুরী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিপ্লব সরদার। বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সজীব রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আল মরিয়াদ তনয়, ছাত্রদল নেতা এসএম সায়েম, মেহেদী হাসান চৌধুরী, জাহেদ মিয়া, এসআর সোহাগ, জাকির হোসাইন, শরীফ রব্বানী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নাছির চৌধুরী বলেন, আওয়ামীলীগ সরকার দেশের গণতন্ত্র হরণ করে নিয়েছে। ষোল কোটি মানুষ আজ শেখ হাসিনার কাছে জিম্মি। তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জোর করে জেলে বন্দি রেখেছে। তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছেনা। খালেদা জিয়ার মুক্তি, দেশে গণতন্ত্র কায়েম ও তারণ্যের অহংকার তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ছাত্রদলসহ দেশের মানুষকে নিয়ে আন্দোলন করতে হবে।, গোটাদেশ এখন গভীর অন্ধকারে নিমজ্জিত। তবে রাত্রি যতো গভীর হয়, প্রভাত ততই নিকটে আসে। সেদিন আর বেশী দূরে নয়, শীঘ্রই বাংলার আকাশে গণতন্ত্রের পতাকা উড়বে।
আলোচনা শেষে বিপ্লব সরদারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন নেতৃবৃন্দ।