হাওর ডেস্ক::
এডভোকেট শামীমা শাহরিয়ার এমপি তাহিরপুর উপজেলার পন্ডুব দ্বীজেন্দ্র কুমার উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের যাতায়াতের জন্য নিজের সম্মানী ভাতার টাকা দিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা উপহার দিয়েছেন।
স্কলের প্রতিষ্টাতা দিপক কুমার তালুকদার গতকাল তার ফেইসবুক একাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে বলেন, তার স্কুলের ছাত্র ছাত্রীদের ছোট নৌকায় আসা-যাওয়ার ঝুঁকিপূর্ণ ছবি বিভিন্ন মাধ্যমে দেখে সংসদ সদস্য শামীমা শাহরিয়ার তাঁর নিজের সম্মানী ভাতার টাকা থেকে ৫০ হাজার টাকা দিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা কিনে দেন।
দীপক আরো বলেন, শামীমা শাহরিয়ার ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় নিজের সম্মানী ভাতার টাকা দিয়ে শিক্ষা উপকরণ কিনে দিতেন। এমনকি সংসদ সদস্য নিজের বরাদ্দের তালিকা জনসম্মুখে প্রকাশ করে স্বচ্ছতার প্রমান দিয়েছেন। দীপক ইশ্বরের কাছে তাঁর মঙ্গল কামনা করেন।
শামীমা শাহরিয়ার বলেন, আমার হাতে দেয়ার মতো কিছুই নাই। তারপরও বেতন ভাতা মিলিয়ে যাই পাচ্ছি এলাকার মানুষের কল্যাণে তা বিলিয়ে দিতে পারাটাই আমার নিজের কাছে নিজের অংগীকার।