1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

যৌন হয়রানির দায়ে পুলিশ কনেস্টেবলকে জুতাপেটা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯, ৬.৫৭ এএম
  • ১৪৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
যৌন হয়রানির অভিযোগে রাজশাহী নগরীতে সাব্বির হোসেন (৩০) নামের এক পুলিশ কনস্টেবলকে জুতাপেটা করেছেন কয়েকজন তরুণী। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর নগরীর রাজপাড়া থানা পুলিশ ওই কনস্টেবলকে আটক করে নিয়ে যায়।
সাব্বির হোসেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পবা থানায় কর্মরত ছিলেন। রাতেই তাকে এই থানা থেকে প্রত্যাহার দেখানো হয়েছে। বর্তমানে তাকে আরএমপির পুলিশ লাইনে রাখা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস ঘটনা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সাব্বির হোসেন লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকায় একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন। তিনি প্রায় প্রতিদিনই কাঁচাবাজারে বসে নারীদের বিভিন্নভাবে যৌন হয়রানি করতেন বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে তিনি মদ্যপ অবস্থায় এলাকার এক তরুণীকে কটূক্তি করেন। কিন্তু ওই তরুণী চলে না গিয়ে পায়ের জুতা খুলে কনস্টেবল সাব্বিরকে পেটাতে শুরু করেন। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন তরুণী যোগ দেন। এগিয়ে আসেন এলাকার লোকজনও। তখন পালিয়ে গিয়ে বাসায় ঢুকে যান সাব্বির। কিন্তু এলাকার লোকজন বাড়িটি ঘিরে রাখেন। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশের একটি দল কনস্টেবল সাব্বিরকে বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। এরপর পরিস্থিতি শান্ত হয়।
এসব তথ্য নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘কনস্টেবল সাব্বিরের বিরুদ্ধে অভিযোগ উঠায় তাকে থানা থেকে রাতেই প্রত্যাহার করা হয়েছে। এরপর তাকে পুলিশ লাইনে রাখা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সাব্বিরের মদ্যপানের বিষয়ে জানতে চাইলে গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘তার এই বিষয়টি শুনেছি। প্রয়োজনে তার ডোপ টেস্ট করা হবে।’

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!