স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে ১১৩ পিছ ইয়াবাসহ এক কারবারিকে আটক করেছে ২৮ বিজিবি। শুক্রবার সকালে তাহিরপুর উপজেলার ৫ নং বাদাঘাট ইউনিয়নের লাউরগড় এলাকা থেকে নবীবুল ইসলাম (৩৪) নামের এক যুবককে আটক করা হয়।
২৮ বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর সীমান্তে লাউরগড় বিওপির টহল কমান্ডার সুবেদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল ব্যবসায়ী নবীবুল ইসলামের বাসায় অভিযান চালায়। এসময় তার বাসা থেকে ১১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ওই ইয়াবা ব্যবসায়ী নবীবুলের বাসায় ‘ইয়াবা ব্যবসায়ী নবীবুল ইসলামের বাড়ি’ চিহ্নিত করে একটি ডাইরেকশন বোর্ড স্থাপন করেন বিজিবি ও স্থানীয়রা। আটকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মাকসুদুল আলম বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য তাহিরপুর থানায় নবীবুল ইসলামকে হস্তান্তরের কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।