স্টাফ রিপোর্টার::
জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের সদস্য প্রার্থী জুবের আহমদ অপু প্রার্থীতা বিষয়ে দলীয় নেতা কর্মীরা মতবিনিময় সভা করেছেন। শনিবার সকালে প্রেস ক্লাব মিলনায়তনে জেলা, সদর ও পৌর স্বেচ্ছা সেবক লীগের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ দাস লিপন, জেলা স্বেচ্ছা সেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুয়েব চোধুরী, সহ-সভাপতি বাবুল রায়, সহ-সভাপতি আবুল খয়ের, মাসুক আহমদ, আবওয়াদ রীতু, সদর স্বেচ্ছা সেবক লীগের আহ্বায়ক লাভলু আহমদ, সদর স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম আহ্বায়ক মখলিছুর রহমান, রকিবুল আলম রুয়েল, শিবলু আহমদ চোধুরী, পৌর স্বেচ্ছা সেবক লীগের আহ্বায়ক অ্যাড. আবুল হোসেন, পৌর স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম আহ্বায়ক বাবুল আহমদ, কামাল হোসেন, দ.সুনামগঞ্জ স্বেচ্ছা সেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, জামালগঞ্জ স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, বিশ্বম্ভরপুর উপজেলা স্বেচ্ছা সেবক লীগের আহ্বায়ক আবু সাইদ তালুকদার, যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমদ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক লিটন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা সংগঠনের পক্ষ থেকে জুবের আহমদ অপুকে সমর্থন জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় নেতা হিসেবে দলকে তৃণমূল পর্যায়ে সংগঠিত ও শক্তিশালী করতে ভূমিকা রাখছেন জুবের আহমদ অপু। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সঙ্গেও তার সম্পর্ক রয়েছে। একজন যোগ্য প্রার্থী হিসেবে তাকে সমর্থন ও সহযোগিতার আহ্বান জানান নেতাকর্মীরা।
পরে দেশ রতœ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে জেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর নেতৃত্বে শহরে একটি আনন্দ মিছিল করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর গোলাম সাবেরিন সাবু সহ স্বেচ্ছা সেবক লীগের সকল নেতা কর্মীরা।