স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর হাসপাতালের দুর্নীতিবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও হাসপাতালের সেবার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় মুক্তিযোদ্ধা আলফাত স্কয়ারে অনুষ্ঠিত মানবন্ধনটি মুক্তিযোদ্ধার সন্তান নামক ব্যানারে অনুষ্ঠিত হয়। মানববন্ধে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন অংশ নেন।
বক্তারা বলেন, হাসপাতালের একটি দুর্নীতিবাজ সিন্ডিকেট জনগণের বরাদ্দ লোপাট করছে। অষুধ, স্বাস্থ্য উপকরণসহ নানা কিছু থেকে রোগিদের বঞ্চিত করছে। এই চক্র প্যথলজি বিভাগকে অকার্যকর করে বাইরের ক্লিনিকদের সুবিদা দিচ্ছে। এতে বঞ্চিত হচ্ছেন রোগিরা। বক্তারা হাসপাতালের ডাক্তার সংকটসহ অন্যান্য সংকটেরও সমাধানের দাবি জানান।
মুক্তিযোদ্ধা সন্তান ইয়াকুব বখত বহলুলের সভাপতিত্বে ও সাংবাদিক শামস শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাংবাদিক এমরানুল হক চৌধুরী, সাংবাদিক মাছুম হেলাল, পরিবেশ আন্দোলনের নেতা আবু নছর, গোলাম হুসেন অভি প্রমুখ।